Fundamental of pc (কম্পিউটার পরিচিতি)
একটি কম্পিউটার যে সমস্ত যন্ত্রপাতির সমন্বয়ে গঠিত সেগুলো হল:
1. Monitor
2. Keyboard/Mouse.
3. C.P.U (Central Processing Unit).
=> C.P.U এর ভেতরে যা থাকে:
1. Motherboard.
2. Processor.
3. Hard disk drive.
4. Pen Drive / Card Reader.
5. R.A.M. (Random Access Memory.
6. AGP (Advance Graphics Port ).
7. Sound Card.
8. CD-Rom/DVD-Rom drive.
9. Power Supply
=> নিম্নে বিস্তারিত আলোচনা করা হল:
1. Motherboard.
2. Processor.
3. Hard disk drive.
4. Pen Drive / Card Reader.
5. R.A.M. (Random Access Memory.
6. AGP (Advance Graphics Port ).
7. Sound Card.
8. CD-Rom/DVD-Rom drive.
9. Power Supply
=> নিম্নে বিস্তারিত আলোচনা করা হল:
=> Monitor: এটি একটি output device' যা বাহিরের দিক থেকে দেখা যায় কম্পিউটারের যাবতীয় কাজের প্রাপ্ত ফলাফল দেখার জন্য এটি ব্যহৃত হয়।
Example : Samsung 15 "Monitor.
=> Keyboard / Mouse: এটি একটি input device, কারন কম্পিউটারের যাবতীয় কাজের নির্দেশ তথ্য এর মাধ্যমে দেওয়া হয় ।
Example : Samsung 15 "Monitor.
=> Keyboard / Mouse: এটি একটি input device, কারন কম্পিউটারের যাবতীয় কাজের নির্দেশ তথ্য এর মাধ্যমে দেওয়া হয় ।
=> C.P.U : এটি কম্পিউটারের প্রধান অংশ । এর ভিতরে যা থাকে তা নিন্মরূপঃ
1. Motherboard :
কম্পিউটারের এটি এক প্রকার বোর্ড, যার উপরে অন্যান্য যন্ত্রপাতি অর্থাৎ Processor, Sound card, AGP card RAM । এবং অন্যান্য যন্ত্রপাতির সাথে কম্পিউটারের ইত্যাদি বসানো থাকে ক্যাবল দ্বারা সংযুক্ত থাকে ।
Example : i) Gigabyte B150M Motherboard.
1. Motherboard :
কম্পিউটারের এটি এক প্রকার বোর্ড, যার উপরে অন্যান্য যন্ত্রপাতি অর্থাৎ Processor, Sound card, AGP card RAM । এবং অন্যান্য যন্ত্রপাতির সাথে কম্পিউটারের ইত্যাদি বসানো থাকে ক্যাবল দ্বারা সংযুক্ত থাকে ।
Example : i) Gigabyte B150M Motherboard.
2. Processor :
কম্পিউটারের কাজের গতি বৃদ্ধির জন্য এটি ব্যবহৃত হয় | মূলত ব্যাংকিং,বীমা, গবেষণা,ব্যবসা-বাণিজ্য ইত্যাদি কাজে উচ্চগতি সম্পন্ন processor দরকার হয় ।
Example : i) Intel Dual-Core.
ii) Intel Core-i3
iii) Intel Core-i9.
3. Hard disk drive :
কম্পিউটারের যাবতীয় কাজ,গান,ছবি,প্রোগ্রাম,ইত্যাদি সংরক্ষনের জন্য এটি ব্যবহৃত হয় । এটিকে প্রথমে windows setup করে নিতে হয়
Example: Samsung 1 TB.
Example : i) Intel Dual-Core.
ii) Intel Core-i3
iii) Intel Core-i9.
3. Hard disk drive :
কম্পিউটারের যাবতীয় কাজ,গান,ছবি,প্রোগ্রাম,ইত্যাদি সংরক্ষনের জন্য এটি ব্যবহৃত হয় । এটিকে প্রথমে windows setup করে নিতে হয়
Example: Samsung 1 TB.
4. Floppy Disk Drive / Pen Drive :
এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান- প্রদানে ও জন্য এটি ব্যবহৃত হয়,তবে বর্তমানে এর ব্যবহার নেই । বিকল্প হিসাবে pen drive ব্যবহার করা হয়। যার মাধ্যমে অনেক বেশি পরিমান তথ্য,গান ইত্যাদি সহজে আদান- 2GB,5GB. প্রদান করা সম্ভব।
5. RAM ( Random Access Memory ) :
কম্পিউটারকে দ্রুত গতিশীল করে তুলতে এটির ভুমিকা অপরিসীম ।
Example: Twin mouse 2GB, 4GB, 8GB, 512 MB (Mega Bite).
6. AGP ( Accelerated Graphics Port ) :
এটি মনিটরের ছবি দেখার জন্য ভূমিকা রাখে। মুলত Graphics কাজের জন্য ব্যবহৃত হয়।
Example: Geforces 256 MB.
7. Sound Card :
এটি কম্পিউটারের শব্দ, গান শোনার জন্য ব্যবহৃত হয়।
Example : Creative sound card.
8. CD-Rom Drive :
এর মাধ্যমে CD ডুকিয়ে গান শোনা, ছবি দেখা, প্রয়োজনীয় Software install ইত্যাদি সম্ভব হয়।
9. Power Supply :
কম্পিউটারের বিদ্যুৎ সরবরাহ করার জন্য এটি ব্যবহৃত হয় প্রত্যেকটি যন্ত্র পাতির সাথে সংযুক্ত থাকে
Example: p4 ATX Power supply
***** Note : বর্তমানে motherboard এর সাথে sound card, AGP সংযুক্ত থাকে তাই আলাদাভাবে ক্রয় করার প্রয়োজন হয় না,তবে কেউ উচ্চমানের ব্যবহার করতে চাইলে আলাদাভাবে ক্রয় করতে পারে |
এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান- প্রদানে ও জন্য এটি ব্যবহৃত হয়,তবে বর্তমানে এর ব্যবহার নেই । বিকল্প হিসাবে pen drive ব্যবহার করা হয়। যার মাধ্যমে অনেক বেশি পরিমান তথ্য,গান ইত্যাদি সহজে আদান- 2GB,5GB. প্রদান করা সম্ভব।
5. RAM ( Random Access Memory ) :
কম্পিউটারকে দ্রুত গতিশীল করে তুলতে এটির ভুমিকা অপরিসীম ।
Example: Twin mouse 2GB, 4GB, 8GB, 512 MB (Mega Bite).
6. AGP ( Accelerated Graphics Port ) :
এটি মনিটরের ছবি দেখার জন্য ভূমিকা রাখে। মুলত Graphics কাজের জন্য ব্যবহৃত হয়।
Example: Geforces 256 MB.
7. Sound Card :
এটি কম্পিউটারের শব্দ, গান শোনার জন্য ব্যবহৃত হয়।
Example : Creative sound card.
8. CD-Rom Drive :
এর মাধ্যমে CD ডুকিয়ে গান শোনা, ছবি দেখা, প্রয়োজনীয় Software install ইত্যাদি সম্ভব হয়।
9. Power Supply :
কম্পিউটারের বিদ্যুৎ সরবরাহ করার জন্য এটি ব্যবহৃত হয় প্রত্যেকটি যন্ত্র পাতির সাথে সংযুক্ত থাকে
Example: p4 ATX Power supply
***** Note : বর্তমানে motherboard এর সাথে sound card, AGP সংযুক্ত থাকে তাই আলাদাভাবে ক্রয় করার প্রয়োজন হয় না,তবে কেউ উচ্চমানের ব্যবহার করতে চাইলে আলাদাভাবে ক্রয় করতে পারে |
10. Windows : Windows হল একটি Software program যা আমেরিকার Microsoft Corporation কতৃক বাজারজাতকৃত ইংরেজী window শব্দ থেকে windows শব্দের উৎপত্তি windows শব্দের বাংলা অর্থ বলতে আমরা জানালাকে বুঝে থাকি,যেমন অসংখ্য জানালা থাকে ঠিক তেমনি ভাবে windows ভেতরে অসংখ্য application programme: startup,games, Ms word, etc থাকে সাধারনত Program icon দ্বারা চিহ্নিত করা হয় ৷ এর কিছু ভার্সন আছে যেমন : windows 95/98/2000. windows XP/VISTA, Windows 7/8/10/11.
=> Mouse : দুটি বাটন থাকে:
=> Mouse : দুটি বাটন থাকে:
1. Single/Left button: এর মাধ্যমে অনেক বেশি কমান্ড দেওয়া হয় ।
2. Double/Right buttons: এর মাধ্যমে অনেক গুরুত্ব পূর্ন কমান্ড দেওয়া হয়
=> Keyboard :
2. Double/Right buttons: এর মাধ্যমে অনেক গুরুত্ব পূর্ন কমান্ড দেওয়া হয়
=> Keyboard :
Esc : চলতি কমান্ড বাতিল করার জন্য
Tab : হাফ ইঞ্চি ডানে নেওয়ার জন্য
Caps lock : ইংরেজী সব গুলো অক্ষর বড় হাতের দেওয়ার জন্য
Shift : নির্দিষ্টি অক্ষর বড় হাতের দেওয়ার জন্য
Ctrl : বিভিন্ন কমান্ড সংক্ষেপে দেওয়ার জন্য ।
Enter : কারসার পরপর নিচের লাইনে নেওয়ার জন্য।
Spacenbar : প্রতি শব্দের মাঝে দুরত্ব দেওয়ার জন্য
Back spacebar : বামে এক অক্ষর করে মুছার জন্য এবং কারসার পূর্বের স্থানে নেওযার জন্য
Delete : ডানে এক অক্ষর করে মুছার জন্য।
Home : লাইনের প্রথমে কারসার আনার জন্য
End : লাইনের শেষে কারসার আনার জন্য
Page up : পৃষ্টার শুরুতে কারসার নেওয়ার জন্য।
Page down : পৃষ্টার শেষে কারসার নেওয়ার জন্য।
Tab : হাফ ইঞ্চি ডানে নেওয়ার জন্য
Caps lock : ইংরেজী সব গুলো অক্ষর বড় হাতের দেওয়ার জন্য
Shift : নির্দিষ্টি অক্ষর বড় হাতের দেওয়ার জন্য
Ctrl : বিভিন্ন কমান্ড সংক্ষেপে দেওয়ার জন্য ।
Enter : কারসার পরপর নিচের লাইনে নেওয়ার জন্য।
Spacenbar : প্রতি শব্দের মাঝে দুরত্ব দেওয়ার জন্য
Back spacebar : বামে এক অক্ষর করে মুছার জন্য এবং কারসার পূর্বের স্থানে নেওযার জন্য
Delete : ডানে এক অক্ষর করে মুছার জন্য।
Home : লাইনের প্রথমে কারসার আনার জন্য
End : লাইনের শেষে কারসার আনার জন্য
Page up : পৃষ্টার শুরুতে কারসার নেওয়ার জন্য।
Page down : পৃষ্টার শেষে কারসার নেওয়ার জন্য।
To start a Computer ( কম্পিউটার চালু করা )
1. C.P.U. এর power সুইচ করতে হবে।
2. Monitor on করতে হবে।
To Shutdown a Computer ( কম্পিউটার বন্ধ করা )
1. Click-Start
2. Click-Shut Down-Turn off
3. Click ok.
No comments:
Post a Comment