What Is It ?


 Microsoft Power Point


***Power Point: Power Point is a Graphics Package program. Power Point এর সাহায্যে পন্যেও বিজ্ঞাপন,সভার আলোচ্য বিষয় উৎপাদন প্রতিবেদন ডাটা উপস্থপনা ইত্যাদি কাজ করা হয় । নিম্নে এর ব্যবহার দেকানো হর,

1. Slide সমুহকে কম্পিউটার ছোট পর্দা থেকে দর্শকবৃন্দকে বড় পর্দা দেকানো যায় ।

2. Slide সমুহকে animation effect করিয়ে টেলিবিশনে নেয়া, বহু প্রচার মাদমে বিঞ্জাপন সহ অন্যান্য সব কিছু প্রদর্শন করা যায় ৷

3. নিদিস্ট Text, title, Graohics সম্বলিত Slide বানানো যায় ।

4. Slide এ Movie এবং Sound সংযোজন করা যায়

5. Slide এ নানা ধরনের ছবি সংযোজন করা যায় ।
 

=> Presentation : বিভিন্ন program এ যাকে ফাইল বলে Power Point এর ভাষায় উহাকে বলে Presentation একটি Presentation এ অনেকগুলো slide থাকতে পারে।

=> Slide : Presentation এর একটি অংশ হল Slide Presentation.এক/একাধিক Slide থাকতে পরে Example. Ms Word Gi File এক / একাধিক পৃষ্ঠা
 

=> General Slide : এর মাধ্যমে অতি সহজে ফাকা Background সম্বলিত Presentation তৈরি করা যায়।
 

=> Template : এখানে নিজেস্ব কিছু ডিজাইন রযেছে যার মাধ্যমে Background সম্বলিত Presentation তৈরি করা যায়।

=> Presentation : Business Plan, Project Status, Financial Report, Organization Overview, Product Overview ইত্যাদি সাধারন নির্দিস্ট ফরমেট এ তৈরী ক
রা যায়

No comments:

Post a Comment