Keyboard ShortCut


মাইক্রোসফট ওয়ার্ড Keyboard শর্টকাট

CTRL + A = Select All সব কিছুকে সিলেক্ট করার জন্য লাগে ।

CTRL + C = Copy একটা ফাইল কে অনেক গুল কপি বা একটি কপি করার জন্য লাগে ।

CTRL + X = Cut যেকোনো ফাইল বা ফোল্ডার এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য লাগে ।

CTRL + V = Paste কপিকৃত যেকোনো ফাইল বা ফোল্ডার একজায়গা থেকে অন্য জায়গায় পেস্ট করার জন্য লাগে ।

Ctrl + Z = যেকোনো ফাইল এর পূর্ববর্তী অবস্থান এ নেয়ার জন্য ।

CTRL + ] = এই কমান্ড দ্বারা কোন লিখাকে বড় করা হয় ।

CTRL + [ = এই কমান্ড দ্বারা কোন লিখাকে ছোট করা হয় ।

Caps Lock = কোন লিখার অক্ষর সবগুলো বড় হাতের লিখতে হলে ‘ক্যাপ্‌স লক (Caps Lock)‘ Press / চাপ দিয়ে লিখতে হয় ।

Shift Button = কি-বোর্ডের যে বাটন গুলতে একের অধিক অক্ষর থাকে, সেই অক্ষর গুলো আনতে Shift Button/ শিফট বাটন চাপ দিয়ে ধরে রেখে উক্ত বাটনটি চাপ দিতে হয় ।

CTRL + P = কোন পেইজকে প্রিন্টার এ প্রিন্ট করার জন্য এই কমান্ড ব্যাবহার করা হয় ।

NUM Lock = এই বাটনটি চাপ দিলে নাম্বার প্যাড এর ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,০ সংখ্যা গুলা টাইপ করা যায়, আর বাটনটি অফ থাকলে নাম্বার প্যাড এর নাম্বার টাইপ করা যায় না ।

Delete = এই বাটন দ্বারা যেকোনো কিছু ডিলেট/ মুছা যায় ।

Bold (Ctrl + B) = কোন লিখাকে মোটা করার জন্য ।

Italic (Ctrl + I) = কোন লিখাকে হাল্কা বাকা করার জন্য ।

Underline (Ctrl + U) = কোন লিখার নিছে দাগ দেয়ার জন্য ।

Ctrl + E = কোন লিখাকে পৃষ্ঠার মাঝখানে আনার জন্য ।

Shift + F3 = কোন লিখার কেস পরিবর্তন এর জন্য । যেমন লিখার প্রথম আক্ষর বড় রাখা, লিখার সব শব্দ বড় রাখা ইত্যাদি ।

Ctrl + F = কোন কিছু খোঁজার জন্য ।

Ctrl + H = কোন কিছু একটির সাথে আরেকটির পরিবর্তন করার জন্য ।

Ctrl + G or F5 = কোন পৃষ্ঠাতে যাওয়ার জন্য ।

Ctrl + F9 = কোন নতুন কিছু ব্র্যাকেট এর মাঝখানে লিখার জন্য ।

Alt + Ctrl + C = © কপিরাইট চিহ্ন দেয়ার জন্য ।

Alt + Ctrl + R = ® রেজিস্টার চিহ্ন দেয়ার জন্য ।

Alt + Ctrl + T = ™ ট্রেডমার্ক চিহ্ন দেয়ার জন্য ।

Ctrl + Enter = পৃষ্ঠা ব্রেক করার জন্য ।

Ctrl + Home = কোন পৃষ্ঠার সবার উপরের লাইনে যাওয়ার জন্য ।

Ctrl + End = কোন পৃষ্ঠার শেষের লাইনে যাওয়ার জন্য ।

Ctrl + Page up = কোন কলামের প্রথম লাইন এ যাওয়ার জন্য ।

Ctrl + Page Down = কোন কলামের শেষের লাইন এ যাওয়ার জন্য ।

Ctrl + J = কোন প্যারাগ্রাফ কে বাম, ডান , মাঝখানে এবং প্রতিটি লাইনকে সমান করার জন্য ব্যাবহার করা হয় ।

Back Space এই বাটন দ্বারা যেকোন কিছু মুছা যায় ।


No comments:

Post a Comment