পরিশ্রমই সফলতার মূলমন্ত্র


 পরিশ্রমই সফলতার মূলমন্ত্র

আমাদের মধ্যে অনেকেই জীবনে অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন নিয়ে কোন বিশেষ স্কিল শেখার জন্য উদ্যোগ নেয়। কিন্তু কোন পরিশম করতে চায় না। কাজ নিয়ে পর্যাপ্ত পরিমাণ অনুশীলন করার কথা ভাবে না।

এ ধরনের স্বপ্নবাজ তরুণ-তরুণীদের জন্য আজকে এক চেনা জানা মানুষের গল্প শেয়ার করবো।

বর্তমান সময়ে বিশ্বের গতিদানব কে? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আপনার মত অনেকেই এক বাক্যে উত্তর দিবে, উসাইন বোল্ট। এখন পর্যন্ত তিনি ৮টি অলিম্পিক গোল্ড মেডাল জিতেছেন।

এ অভাবনীয় অর্জনের জন্য তাকে সর্বমোট ১১৫ সেকেন্ড রানিং ট্র্যাকে দৌড়াতে হয়েছে। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন প্রায় ১৯৯ মিলিয়ন ডলার। (সংগৃহীত)

খুব আশ্চর্য হওয়ার মত বিষয়, তাই না? সময়ের হিসেবে ২ মিনিটও না, অথচ ফলাফল ১৯৯ মিলিয়ন ডলার।

এই অর্জনের পিছে রয়েছে তার-

    প্রতিদিনকার শরীরচর্চার গল্প,
    শরীরকে ফিট রাখার গল্প,
    খাদ্যাভ্যাসকে বদলে ফেলার গল্প,
    দ্রুততার সাথে দৌড়ানোর জন্য সময়ের সাথে নতুন নতুন টেকনিক রপ্ত করার গল্প।

তার এই যাত্রাটা দুইদিন, দুইমাস কিংবা দুই বছরের নয়। এর জন্য তাকে শ্রম দিতে হয়েছে প্রায় ২০ বছর। তাহলে আপনি কিভাবে একমাস, দুই মাসের পরিশ্রমে বড় সাফল্যের আশা করছেন?

চাকরি, ব্যবসা কিংবা ফ্রিলযান্সিং; নিজেকে উপযুক্ত দক্ষতার সাথে গড়ে তুলতে দিতে হবে পর্যাপ্ত সময়।

    দুইমাসের একটা কোর্স করলাম, এখন আমি ফ্রিল্যান্সিং এ প্রচুর কাজ পাবো- ভুল ধারণা।
    মাত্র জবে ঢুকলাম, এখনই আমি ৫০,৬০ হাজার টাকা বেতনের কাজ করবো- ভ্রান্ত ধারণা।
    মাত্র ব্যবসা শুরু করলাম, কয়েকমাসের মধ্যে আমি কোটিপতি হব- দিবাস্বপ্ন।

সফলতার জন্য প্রয়োজন পরিশ্রম, অধ্যবসায়, সাধনা, ত্যাগ এবং বিশেষ করে শেখার মনোভাব। এসব ছাড়া যে উপরে ওঠার কথা চিন্তা করে সে বেশিদিন টিকে থাকতে পারে না এবং খুব অল্পতেই নানা রকম বাঁধার সম্মুখীন হয়। 

No comments:

Post a Comment