আর্টিকেল লেখার জন্য সঠিক তথ্য জোগাড় করবেন কিভাবে?


 আর্টিকেল লেখার জন্য সঠিক তথ্য জোগাড় করবেন কিভাবে?

    এমন অনেক ফোরাম আছে যেখানে বিভিন্ন বিষয় নিয়ে Expert ব্যক্তিরা বিভিন্ন ধরনের আলোচনা করে। এসব যায়গা থেকে আপডেটেড তথ্য জোগাড় করতে হবে।
    Quora তে অনেক ধরনের তথ্য সম্পর্কে ধারণা পাওয়া যায় যা অনেক সময় গুগোল থেকেও পরিপূর্ণভাবে পাওয়া যায় না। কারণ এখানে থাকে বিভিন্ন মানুষের প্রশ্ন এবং তাদের উত্তর।
     YouTube হচ্ছে বিভিন্ন তথ্য ও ভিডিওর ভান্ডার। এখান থেকেও আপনি পেতে পারেন আপনার সার্চ করা টপিক সম্পর্কিত হাজারো তথ্য।
    ইনফরমেশন পাওয়ার জন্য Medium ও Reddit এর মত ওয়েবসাইটগুলোও হতে পারে অনেক বেশি হেল্পফুল।
    বিভিন্ন রিসার্চ বা সার্ভে পেপারগুলো পর্যালোচনা করলেও পাওয়া যায় প্রয়োজনীয় বিষয় সম্পর্কিত অনেক গভীরতর তথ্য।
    LSI ও Relevant Key Word কে কাজে লাগাতে হবে। শুধু এগুলোর জন্য অনেক ট্রাফিক আর্টিকেল এ আসতে পারে।
    Google FAQ কে ব্যবহার করুন উপযুক্ত পদ্ধতিতে।
    আপনার কম্পেটিটরদের কাজ বা বিভিন্ন অ্যাক্টিভিটিজের গ্যাপগুলো খুঁজে বের করুন এবং ওগুলো নিয়ে কাজ করা শুরু করুন।
    সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সার্চ ইঞ্জিনের জন্য নয়; লিখুন আপনার রিডারের জন্য।

No comments:

Post a Comment