Cox-bazar


 


কক্সবাজার ভ্রমন
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান কক্সবাজার সমুদ্র সৈকত। ১২০ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট অখণ্ড এ সাগর সৈকত দেশি-বিদেশি পর্যটকদের উত্তাল ঢেউ এবং মনোমুগ্ধকর সূর্যাস্তের মায়াজালে আবদ্ধ করে রাখে।

v  কক্সবাজার এমন একটি জায়গা যেখানে সারাবছরই আপনি বেড়াতে যেতে পারেন।
v  ঢাকা থেকে কক্সবাজার সড়ক-রেলপথ-আকাশপথ এ যাওয়া যায়।


·         সড়কপথ:

সৌদিয়া,এস-আলম,গ্রীনলাইন,হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন,সোহাগ পরিবহন এ যাওয়া যায়। শ্রেণী ভেদে ৯০০টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত ভাড়া পড়বে।

·         রেলপথ:
সোনার বাংলা,সুবর্ণ এক্সপ্রেস,তুরনা-নিশিতা,মহানগর প্রভাতি,গোধূলি ট্রেন দ্বারা চট্টগ্রাম পর্যন্ত যাত্রা করতে জাত্রা।এরপর চট্টগ্রামএর নতুন ব্রিজ এলাকা অথবা দামপাড়া বাস স্ট্যান্ড থেকে এস আলম হানিফ, ইউনিক, সোহাগ এ সকল বাস দ্বারা ২৮০ থেকে ৫৫০ টাকার মধ্যে কক্সবাজার যেতে পারবেন ।

·         আকাশপথ:
বাংলাদেশ বিমান, নভএয়ার, ইউএস বাংলা সহ বেশকিছু বিমান ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট পরিচালনা করে থাকে।এর জন্য আপনাকে গুনতে হবে জনপ্রতি ৩৫০০-৫০০০টাকা

v  কোথায় থাকবেন ও ভাড়া:
অফ সিজনে বুকিং না দিয়ে গেলেও হোটেল রুম পাবার নিশ্চয়তা থাকে। কিন্তু ডিসেম্বর ১৫ তারিখ থেকে জানুয়ারী ১৫ তারিখ পর্যন্ত বুকিং দিয়ে যাওয়াটাই ভাল।

সাধারনত দাম অনুসারে কক্সবাজার হোটেল/মোটেল/রিসোর্ট গুলোকে তিন ভাগে ভাগ করা যায়

* ৬০০০ থেকে ১০০০০ টাকা

·         মারমেইড বিচ রিসোর্ট
·         সায়মন বিচ রিসোর্ট
·         ওশেন পেরাডাইজ
·         লং বিচ
·         কক্স টুডে
·         হেরিটেজ

৩০০০ থেকে ৬০০০ টাকা

·         হোটেল সি ত্রাউন
·         সি প্যাঁলেস
·         সিগাল
·         কোরাল রীফ
·         নিটোল রিসোর্ট
·         বিচ ভিউ
·         ইউনি রিসোর্ট
  
             *  ৮০০ থেকে ৩০০০ টাকা

·         ঊর্মি গেস্ট হাউজ
·         ইকরা বিচ রিসোর্ট
·         অভিসার
·         মিডিয়া ইন
·         কল্লোল
·         সেন্ট মার্টিন রিসোর্ট
·         হানিমুন রিসোর্ট
·         নিলিমা রিসোর্ট

*  কি খাবেন ও মূল্য:
মধ্যমানের বাজেট খাবার হোটেলের মধ্যে রোদেলা, ঝাউবন, ধানসিঁড়ি, পওশি, নিরিবিলি উল্লেখযোগ্য। এ সকল হোটেল এর খাবার এর মূল্য নিম্নে উল্লেখিত,
o   ভাত =২০-৪০ টাকা ১ জনের
o   মিক্সেড ভর্তা =৭৫/১৫০/৩০০ টাকা ৮/১০ রকমের ২ থেকে ৬ জনের জন্য
o   লইত্তা ফ্রাই =১০০-১২০ টাকা ৮/১০ পিছ থাকে
o   গরুর মাংস =১৫০-২০০ টাকা ২ জনের জন্য
o   রূপচাঁদা =৩০০-৪০০ টাকা ২ জন খাওয়া যায়
o   ডাল =৩০-৬০ বাটি

v  সতর্কতা ও ভ্রমন টিপস:

·         যেকোনো সমস্যায় টুরিস্ট পুলিশের সহায়তা নিন= হটলাইন- +০৮৮০১৭৬৯৬৯০৭৪০
·         কম খরচ এ কক্সবাজার ভ্রমন এর জন্য অফ সিজনে বেড়াতে যান।
·         যেকোনো কিছু কেনা ও যাতায়াত ভাড়ায় ঠিকমত দরদাম করুন।
·         খাবারের হোটেল এ কিছু খাবার আগে এর দাম জিজ্ঞাস করুন।
·         হোটেল ঠিক করার আগে এর সম্পরকে জেনে নিন।
·         জোয়ার-ভাটার সময় মেনে সাগরে নামুন।

v  কক্সবাজারের দর্শনীয় স্থান
·         হিমছড়ি
·         ইনানি সমুদ্র সৈক্ত
·         মহেশখালি
·         রামু বৌদ্ধ মন্দির
·         রেডিয়েনট ফিস ওয়ার্ল্ড

No comments:

Post a Comment