সেন্ট মার্টিন ভ্রমন
সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দিপ।কক্সবাজার জেলা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে ১৭ বর্গ কিলোমিটাররে একটি ক্ষুদ্র দ্বীপ সেন্ট মার্টিন।স্থানিও ভাষায় সেন্টমার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলে ডাকা হয়।
সেন্ট মার্টিন যেতে হলে কক্সবাজার জেলার টেকনাফ এ আসতে হবে। ঢাকা থেকে যেতে চাইলে সরাসরি বাসে টেকনাফ গিয়ে সেখান থেকে জাহাজ এ করে সেন্টমার্টিন যেতে হবে।জাহাজের শ্রেণীভেদে যাওয়া ও আসার টিকেট ভাড়া ৫৫০-১৫০০ টাকার মত পড়বে।জেটি ঘাট থেকে প্রতিদিন জাহাজগুলো ৯.০০-৯.৩০ মিনিটে সেন্টমার্টিন এর উদ্দেশে ছেড়ে যায় এবং সেন্টমার্টিন থেকে ফেরত আসে বিকাল ৩.০০-৩.৩০ মিনিটে। সাধারনত নভেম্বর থেকে মার্চ/এপ্রিল এই পাঁচ মাস জাহাজ চলে সেন্টমার্টিনএর।
ঢাকা থেকে টেকনাফ :
ঢাকা থেকে টেকনাফ সরাসরি বাসে করে যাওয়া জায়।ঢাকার ফকিরাপুল ও সায়দাবাদ থেকে শ্যামলী, সেন্টমার্টিন পরিবহন, ঈগল, এস আলম, গ্রীন লাইন বাসে সরাসরি টেকনাফ এ যেতে বাস ভেদে ৯০০-২০০০ টাকার মত লাগে আর সময় লাগে ১০-১২ ঘণ্টার মত।
কক্সবাজার থেকে টেকনাফ:
কক্সবাজার থেকে লোকাল বাস/ মাইক্রো/ সিএনজি ভাড়া করে টেকনাফ যাওয়া জায়।বাস ভাড়া জনপ্রতি ১৫০ টাকা ও সিএনজি ভাড়া জনপ্রতি ২৫০ টাকা করে।সময় লাগে ২ ঘণ্টার মতো।
কি খাবেন :
সেন্টমার্টিন এ অনেক খাবারের রেস্তোরাঁ রয়েছে যেখানে আপনারা মাছ পাবেন অনেক রকমের যেমন কোরাল,সুন্দরী,পোয়া,রূপচাঁদা ইত্যাদি।নিজের মতো করে মাছ পছন্দ করে বারবিকিউ করার সুযোগ থাকে সব হোটেলে।আর বেবস্থা আছে দেশি মুরগীর।
কোথায় থাকবেন :
সেন্টমার্টিন এ রাতে থাকার জন্য বেশকিছু উন্নত মানের হোটেল রয়েছে।
* ব্লু মেরিন রিসোর্ট
২ জনের বেড রুমের ভাড়া ৫০০০ টাকা, ত্রিপল বেড রুমের ভাড়া ৩০০০ টাকা, ৬ জনের
বেড রুমের ভাড়া ৪০০০ টাকা, ১০ জনের বেড রুমের ভাড়া ৫০০০ টাকা। যোগাযোগ =০১৮১৭০৬০০৬৫
* কোরাল ভিউ রিসোর্ট
ভাড়া ২৫০০-৬০০০ টাকার মধ্যে যোগাযোগ= ০১৯৮০০০৪৭৭৭,০১৯৮০০০৪৭৭৮
* প্রাসাদ প্যারাডাইজ রিসোর্ট:
ভাড়া ২০০০-৫০০০ টাকার মধ্যে জগাজগ=০১৯৯৫৫৩৯২৪৮,০১৮৮৩৬২৬০০৩
* নীল দিগন্তে রিসোর্ট
ভাড়া ১৫০০-৫০০০ টাকার মধ্যে জগাজগ=০১৭৩০০৫১০০৪
* লাবিবা বিলাস রিসোর্ট
ভাড়া ৩৫০০-১২০০০ টাকার মধ্যে যোগাযোগ=০১৭০০৯৬৯২১২
তথ্যগুলো যাচাই করে ভ্রমনের জন্য অনুরধ করা হল।
No comments:
Post a Comment